ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট ইবুক

এখন অনেকেই কারিয়ার হিসেবে ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্টকে বেছে নিচ্ছেন । কিন্তু, যারা নতুন ওয়েব প্রোগ্রামিং শিখতে চান তারা ওয়েব ডিজাইন শিখবেন নাকি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন এ বিষয় নিয়ে বিভ্রান্তিতে পড়েন ।  এছাড়া, যারা ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট শিখতে চান তারা অনেক সময় বুঝতে পাড়েন না যে কোথায় থেকে শুরু করবেন । অর্থাৎ, প্রথমে কি শিখবেন? কিংবা ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট শিখতে কি কি বিষয় জানতে হবে?
এসব প্রশ্নের উত্তর নিয়ে ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট গ্রুপের পক্ষ থেকে লেখা হয়েছে “ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট নির্দেশনা” ই-বুক । বইটি অত্যন্ত সহজ এবং সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে। যেন, পাঠক সহজেই বুঝতে পাড়েন ।
Web-Design-Development-Guide-Cover-amarspot
লেখকঃ  মোঃ জিহাদুর রহমান নয়ন
সাইজঃ ২১২ কিলোবাইট
ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment